বৃহস্পতিবার, ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ীতে হেরোইনসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাবাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাটিকাটা এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মজিবুর রহমান (৫৪)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার বাবা।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী গণমাধ্যম কর্মীদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মজিবুর ও তার ছেলে সোহেলের নামে থানায় একাধিক মামলা রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চেয়ারম্যানের বাড়িতে অভিযান চলানো হয়। এ সময় তার বাড়ি থেকে পাঁচ গ্রাম হেরোইন জব্দ করা হয়। পরে তাকেও আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।