শনিবার, ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
পত্নীতলা প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় সড়ক দুর্ঘটনায় রাব্বি (১৮) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের ১৪ বিজিবি ক্যাম্পের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি উপজেলার গাহন গ্রামের খায়রুল ইসলামের ছেলে।
পত্নীতলা থানা সুত্রে জানা গেছে, রাব্বি গাহন থেকে মটরসাইকেল করে নজিপুর আসার সময় ১৪ বিজিবি ক্যাম্পের সন্নিকটে একটি ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যান। এসময় রাজশাহী থেকে জয়পুরহাট গামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।