সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম খাতুন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মরিয়ম পুঠিয়া পৌরসভার কৃষ্ণপুর ওয়ার্ডের মাসুদ রানার মেয়ে। বুধবার দুপুর সাড়ে ১২টার সময় বাড়ির পার্শ্বে পুকুরে ডুবে মরিয়মের মৃত্যু হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মরিয়মের বাবাসহ বাড়ির ছেলে মানুষেরা যার যার কাজে বাহিরে ছিলেন। মরিয়মের মা তার সাংসারিক কাজ করছিলেন। এসময় মরিয়ম বাড়ির আঙ্গিনায় খেলা করছিলো। সবার অগচরে কখন মরিয়ম বাড়ির বাহির বের হয়ে যায় তা কেউ জানেনা। পরে মরিয়মকে বাড়িতে না দেখে বাড়ির সকলে খোঁজাখোঁজি শুরু করে।
এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তার সেন্ডেল ভাসতে দেখে পুকুরের কাছে সবাই গিয়ে মরিয়মকে পানিতে ভাসতে দেখে। পরে মরিয়মকে পুকুর থেকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত ঘোষণা করেন। মরিয়মের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে আসে।


প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২২ | সময়: ৬:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ