সর্বশেষ সংবাদ :

প্রধানমন্ত্রীর সাথে রাসিক মেয়র লিটনের আলাপচারিতা

স্টাফ রিপোর্টার : মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাথে আলাপচারিতা করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভা শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা করেন রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন।
উল্লেখ্য, ২২তম জাতীয় কাউন্সিল সামনে রেখে শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের জাতীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে দলের জাতীয় সম্মেলনের বাজেট অনুমোদন করা হয়। জাতীয় সম্মেলনে পাস করানোর জন্য দলের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের খসড়া নিয়েও জাতীয় কমিটিতে আলোচনা হয়। এছাড়াও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয় বৈঠকে।


প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২২ | সময়: ৫:৪৫ পূর্বাহ্ণ | সুমন শেখ