রবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের উপ শাখা ও এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে নগরীর মালোপাড়ায় ফিতে কেটে এ ব্যাংকের কার্যক্রম ও এটিএম বুথের উদ্বোধন করেন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক। ব্যাংক উদ্বোধন শেষে সেখান থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি নগরীর গুরুত্বপূূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মশিউল হক চৌধুরী, কমিউনিটি পুলিশিং কমিটির আহবায়ক প্রফেসার আব্দুল খালেক, জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, র্যাব-৫ এর অধিনায়ক লে: কর্ণেল রিয়াজ শাহরিয়ার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী চেম্বার অব কামার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি মাসুদুর রহমান রিংকু।