সর্বশেষ সংবাদ :

শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান পরিদর্শন করলেন মেয়র লিটন

স্টাফ রিপোর্টার : শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেনের চলমান বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার দুপুরে পরিদর্শনকালে মাননীয় মেয়র মহোদয় পার্কের চলমান সকল কাজের খোঁজখবর নেন ও দ্রুততম সময়ে কাজ সম্পন্নে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এ সময় পার্কের অভ্যন্তরে ফুডকোট, চিলড্রেন জোনের জায়গা নির্ধারণ করে দেন মেয়র মহোদয়। এছাড়াও পার্কের অভ্যন্তরে ফুলের বিউটিফিকেশন কার্যক্রম করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন মেয়র।
উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, সচিব মোঃ মশিউর রহমান, রাজপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান বাবু, রাসিকের গবেষণা কর্মকর্তা মাহাবুবুর রহমান, ভ্যাটেরিনারী সার্জন ফরহাদ উদ্দিন, স্থপতি অনন্ত ইসলাম নির্ঝর, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমুদুল ইসলাম, সহকারী প্রকৌশলী মোকাম্মেল আলী, উপসহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ, সার্ভেয়ার রক্তভো রহমান প্রমুখ।


প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ