রবিবার, ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : আজ ১৪ ডিসেম্বর। শহিদ বুদ্ধিজীবী দিবস। রাজশাহীতে এ উপলক্ষ্যে কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল দশ’টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরের শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে দিবসের কর্মসূচি শুরু হবে।
সাড়ে দশ’টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে। বেলা সাড়ে এগারো’টায় একই স্থানে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।
সুবিধামতো সময়ে জেলার সকল স্কুল-কলেজ মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এছাড়া সুবিধামতো সময়ে সকল ধর্মীয় উপাসনালয়ে শহিদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।