বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ ইং, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বং।
গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাঁড়ালডাঙ্গা সীমান্তে ৯৪ কেজি ভারতীয় কচ্ছপের প্রক্রিয়াজাতকরণ হাড় উদ্ধার করেছে বিজিবি। সোমবার ভোররাতে ওই সীমান্তের আকারী বাঁধ এলাকা থেকে তা আটক করা হয়। যার আনুমানিক মূল্য এক কোটি ৪১ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬, বিজিবি’র চাঁড়ালডাঙ্গা বিওপির হাবিলদার নাসিরউদ্দিনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাংলাদেশ অভ্যন্তরে ২১৮/৩ এস পিলারে দেড় কিলোমিটার দূরে আকারী বাঁধ এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৯৪ কেজি ভারতীয় কচ্ছপের প্রক্রিয়াজাতকরণের হাড় জব্দ করা হয়। তবে এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, উদ্ধারকৃত ভারতীয় কচ্ছপের প্রক্রিয়াজাতকরণের হাড়গুলোর রহনপুর শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।
সানশাইন / শামি