নওগাঁয় ৩০২ কৃষকের মাঝে ৩ কোটি ১০ লাখ টাকা বিতরণ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় দিনব্যাপী কৃষি ঋন মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুওে সদও উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক খালিদ মেহদী হাসান পিএএ। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবু হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম, বিআরডিবি’র উপ-পরিচালক জাহাঙ্গীর আলম, জনতা ব্যাংকের এরিয়া ব্যাবস্থাপক এনামুল বশির, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ব্যবস্থাপক নবিউল করিম, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক রাজিয়া সুলতানা এবং নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিনসহ বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।
দিনব্যাপী কৃষি ঋন মেলায় ৩০টি ব্যাংক সদর উপজেলার ৩০২ জন কৃষকের মাঝে ৩ কোটি ১০ লাখ টাকার ঋণ প্রদান করা হয়। উল্ল্যখ্য, একই সাথে জেলার অন্য ১০টি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষি ঋন মেলার আয়োজন করা হয়।


প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২২ | সময়: ৫:৪৬ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর