রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: শিবগঞ্জে বিদেশি অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকার ইরফান আলীর বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর ডিম ভাঙ্গা এলাকার ইসাহাক আলী (৩০), জনি ইসলাম (২২), ফারুক হোসেন (৩৭) ও শিবগঞ্জ উপজেলার পিরোজপুর পশ্চিমপাড়া এলাকার জাকির হোসেন (৩৫)।
রবিবার সকালে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কোম্পানির অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলার পিরোজপুর এলাকায় বিদেশি অস্ত্র ও গুলি কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীর অধিনায়ক লে. কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে ওই এলাকার একটি বাঁশ ঝাড়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তুল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি ও একটি মাইক্রোবাসসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।