রবিবার, ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: নওহাটা কলেজ মোড়ে আদালতে অভিযোগ করার পরে বিবাদমান জমির সীমানা প্রাচীর ভাঙ্গলেন বাদী। শনিবার এ ঘটনা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে।
জানা গেছে, নওহাটা কলেজ মোড়ে নওহাটা মৌজার হাল ১২৭ নং দাগের ৩ শতক জমির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দখা দিয়েছে। এনিয়ে নওহাটার দৌলতপুরের মৃত কসিমদ্দিনের ছেলে আতাউর রহমান মহনন্দখালি গ্রামের মৃত খোকার ছেলে মাকরাম আলীসহ ৬ জনের বিরুদ্ধে ১৪৫ ধারায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ করেন। যার শুনানী রয়েছে আগামী ২৭ ডিসেম্বর। এমতাবস্থায় গতকাল শনিবার পবা থানার এস আই মিজানুর রহমান মিজানসহ পুলিশের উপস্থিতিতে আতাউর রহমান ও তার লোকজন মাকরাম আলীর প্রাচীর ভেঙ্গে ফেলেন। এঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। বিষয়টি সুরাহার জন্য পবা ওসি দুইপক্ষকে নিয়ে বসবেন বলে জানা গেছে।