রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার কমিশন, রাজশাহী জেলা শাখার উদ্যোগে পালিত হয়েছে ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষ্যে তালাইমারীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের রাজশাহী বিভাগীয় গভর্নর এবং রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি এ্যাড. মোঃ জমসেদ আলী ও মোঃ নূরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাড. মোঃ শাহীনুল হক মুন। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, রাজশাহী জেলা শাখার নির্বাহী সভাপতি এ্যাড. কেএম ইলিয়াস।
বক্তারা তাদের বক্তব্যে বিশ্বব্যাপী মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন এবং সকল মানুষের অধিকার সমুন্নত রাখতে করণীয় বিষয়ে আলোকপাত করেন।
সানশাইন / শামি