শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বং।
স্টাফ রিপোর্টার,বাঘা :
আগামী ২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে শনিবার (১০ ডিসেম্বর) তিনজন মেয়র প্রার্থী-সহ সাধারণ সদস্য কাউন্সিলর পদে তিনটি ওয়ার্ড থেকে চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
উপজেলা নির্বাচন অফিসার মজিবুল আলম জানান, এখানে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জনের মনোনয়ন পত্র বৈধ হিসাবে স্বীকৃতি পেয়েছিল। তবে শনিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে মেয়র প্রার্থীদের মধ্যে আব্দুর রাজ্জাক, তফিকুল ইসলাম ও আব্দুল নুহ এই তিনজন (স্বতন্ত্র) এবং কাউন্সিলর পদে ৪ নং ওয়ার্ড থেকে লালন উদ্দিন, ২ নং ওয়ার্ড থেকে আমিনুল ইসলাম ও আশরাফুল এবং ৯ নং ওয়ার্ড থেকে রোকনুজ্জামান তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।
এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬৫৯ । এর মধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৮১২ ও মহিলা ভোটার ১৫ হাজার ৮৫৭ জন। এখানে ইভিএমের মাধ্যমে ১১ টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এখানে প্রতীক বরাদ্দ হবে ১১ ডিসেম্বর।
সানশাইন / শামি