পঞ্চগড়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

সানশাইন ডেস্ক: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়। হিমালয়ের কাছে হওয়ায় এ জেলায় প্রতিবছর আগেভাগেই দেখা দেয় শীতের দাপট। মৌসুমের বেশির ভাগ সময় বিরাজ করে সর্বনিম্ন তাপমাত্রা। এবারও নভেম্বর থেকেই তাপমাত্রা কমতে শুরু করেছে এখানে।
শুক্রবার সকাল ৯ টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন বলছে আবহাওয়া অফিস। এর আগে, বৃহস্পতিবার সকাল ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়।
হিমালয়ের সবচেয়ে কাছে অবস্থান হওয়ায় সারা দেশের মধ্যে পঞ্চগড়ে শীতের তীব্রতা প্রতি বছরই বেশি থাকে। এবারো আগেভাগেই শীতের আগমনী বার্তা লক্ষ্য করা গেলেও দিনে প্রচণ্ড রোদের কারণে শীতের তীব্রতা দেখা যায়নি। তবে রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে বিভিন্ন এলাকা। দিনের বেলা ঝলমলে রোদ থাকলেও সন্ধ্যা হলেই গায়ে জড়াতে হচ্ছে গরম কাপড়।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, শুক্রবার সকালে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।


প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২২ | সময়: ৬:১২ পূর্বাহ্ণ | সুমন শেখ