সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

গোমস্তাপুর  প্রতিনিধি:

দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ পালিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা।

 

 

র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সভাকক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা।

 

 

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সুমন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম, রহনপুর পৌরসভার প্যানেল মেয়র জাহানারা পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, রাবেয়া বালিকা উ”চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী প্রমুখ। এছাড়াও একই দিনে একই স্থানে উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।

সানশাইন / শামি


প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ | সময়: ৫:৪৩ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর