শনিবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে হেরে বিশ্বকাপের শেষ ষোলো থেকে স্পেনের বিদায়ের পর দলটির কোচ লুইস এনরিকের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছিল গুঞ্জন। শেষ পর্যন্ত সাবেক বার্সেলোনা কোচকে দায়িত্ব থেকে সরিয়ে দিল ২০১০ বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিবৃতি দিয়ে বৃহস্পতিবার এনরিকের সঙ্গে চুক্তি শেষ করার কথা জানান স্প্যানিশ ফুটবল ফেডারেশন। শেষ ষোলোয় গত মঙ্গলবার স্পেন ও মরক্কোর ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারে ৩-০ গোলে হেরে যায় এনরিকের দল।