সর্বশেষ সংবাদ :

সার্বিয়া, ক্রোয়েশিয়া ও সৌদিকে ফিফার শাস্তি

স্পোর্টস ডেস্ক: ড্রেসিং রুমে কসোভোর পতাকা রাখায় বিপাকে পড়েছে সার্বিয়া। বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে দলটিকে। একই সঙ্গে নিয়ম ভাঙায় ক্রোয়েশিয়া ও সৌদি আরবকেও শাস্তি দিয়েছে ফিফা।
গত ২৪ নভেম্বর ব্রাজিলের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচের সময় সার্বিয়ার ড্রেসিং রুমে কসোভোর পতাকা ঝুলানো ছিল। যেটায় বুঝানো হয়েছে কসোভো তাদের দেশের অংশ। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা বুধবার জানায়, এর জন্য সার্বিয়াকে ২০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করা হয়েছে।
কসোভোর ওই পতাকায় সার্বিয়ান ভাষায় লেখা ছিল, ‘আমরা আত্মসমর্পণ করি না।’ কসোভোর সংস্কৃতি, যুব ও ক্রীড়া মন্ত্রী হাজরুল্লা চেকু একটি ছবি শেয়ার দেওয়ার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ক্রোয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে ৫০ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। কানাডার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ ঘিরে ক্রোয়েশিয়ার সমর্থকরা এমন বার্তা দিয়েছিল, যেটা খেলার সঙ্গে মানানসই না।
গ্রুপ পর্বে আর্জেন্টিনা ও মেক্সিকো ম্যাচে খেলোয়াড়দের অসদাচরণের জন্য ১৫ হাজার সুইস ফ্রাঁ করে দুই দফায় জরিমানা করা হয়েছে সৌদি আরবকে।


প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২২ | সময়: ৫:৪০ পূর্বাহ্ণ | সুমন শেখ