৫ উইকেট নিয়ে র‌্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগোলেন সাকিব

স্পোর্টস ডেস্ক: ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেলেন সাকিব আল হাসান। এই সংস্করণে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরলেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার। আইসিসির বুধবার প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৭ ধাপ এগিয়ে নবম স্থানে আছেন সাকিব।
৮ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমে গত রোববার মিরপুরের ওই ম্যাচে ১০ ওভারে স্রেফ ৩৬ রান দিয়ে ৫ উইকেট নেন সাকিব। তাতে ভারত গুটিয়ে যায় দুইশর আগে। বাংলাদেশের হয়ে এই সংস্করণে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি সেদিন গড়েন সাকিব। ভারতের বিপক্ষে এই স্বাদ তিনি পান প্রথমবার।
৫০ ওভারের ক্রিকেটে ভারতের বিপক্ষে বাঁহাতি স্পিনে ৫ উইকেট বিশ্ব ক্রিকেটেই সাকিব ছাড়া আছে কেবল আর একজনের। ২০০২ সালে দিল্লিতে ৫৭ রানে ৫ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের অ্যাশলি জাইলস। সাকিবের অসাধারণ ওই বোলিংয়ের প্রতিফলনই পড়ল র‌্যাঙ্কিংয়ে। মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমানের ৫১ রানের শেষ উইকেট জুটির নৈপুণ্যে ম্যাচটি ১ উইকেটে জিতেছিল বাংলাদেশ।


প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২২ | সময়: ৬:৩২ পূর্বাহ্ণ | সুমন শেখ