মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
জাতীয় সাংবাদিক রাজশাহী জেলা শাখার আহ্বায়ক ও ডেইলি সানের সাংবাদিক রফিক আলমের মা লাইলী বেগম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় নগরীর উপশহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
লাইলী বেগমের স্বামী মরহুম মাওলানা ইউনুস আলী রাজশাহীর প্রমথনাথ সরকারি বালিকা উ”চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
বার্ধক্যজনিত কারণে লাইলী বেগম মারা গেছেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় উপশহর ঈদগাহ মাঠে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সপুরা গোরস্থানে লাশ দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলা শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংস্থার জেলা শাখার সদস্য সচিব রিমন রহমান স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে সকল সদস্যের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। এছাড়া মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
সানশাইন/তারেক