সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
বিনোদন ডেস্ক
বিশ্বখ্যাত গায়িকা লেডি গাগার কুকুরদের অপহরণ ও গুলি করে একটি কুকুরকে হত্যার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। সেই মামলায় সাজা ঘোষণা করল আদালত। অপরাধীকে ২১ বছরের জেল দেওয়া হয়েছে। জানা যায়, ২০২১-এর শুরুর দিকে গাগার ৪ পোষ্যকে নিয়ে হাঁটতে বেরোন প্রশিক্ষক ফিশার। সেই সময় বিরল প্রজাতির ৩টি কুকুরকে চুরির চেষ্টা করেন জেমস হাওয়ার্ড জ্যাকসন নামে এক ব্যক্তি। তার সঙ্গে ছিলেন আরও ২ জন।
গাগার কুকুর চুরির চেষ্টা করলে বাধা দেন প্রশিক্ষক। সেই সময় গুলি চালান জ্যাকসন। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় গাগার কুকুর ওয়াকারের এবং প্রশিক্ষক রায়ান আহত হন। অন্যদিকে বুলডগের মধ্যে কোজি, গুস্তাভকে চুরি করে পালায় ওই দুষ্কৃতিরা। এর পর চুরি যাওয়া কুকুরদের খুঁজে দেওয়ার জন্য মোটা টাকা পুরস্কার ঘোষণা করেন গাগা। হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রশিক্ষক। এবার সেই মামলায় সাজা ঘোষণা হল। অপরাধী জ্যাকসনকে ২১ বছরের কারাবাসের নির্দেশ দিল আদালত। জ্যাকসন ছাড়া বাকি যে দুজন ঘটনায় জড়িত ছিলেন তারা আগেই হাজতবাস করছিলেন।
সূত্র: ঢাকা পোষ্ট
সানশাইন / শামি