সর্বশেষ সংবাদ :

আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড পেল গ্লোবাল ইসলামী ব্যাংক

সানশাইন ডেস্ক : গ্লোবাল ইসলামী ব্যাংক ‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড-২০২১’ অর্জন করেছে। ব্যাংকটির গত বছরের বার্ষিক প্রতিবেদন মূল্যায়ন করে ‘প্রাইভেট কর্মাশিয়াল ব্যাংক (ইসলামিক অপারেশন) ক্যাটাগরিতে ব্রোঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকাতে আয়োজিত এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্লোবাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাতের হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার অর্জনের বিষয়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বলেন, এই অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থার স্বীকৃতি। গ্রাহকগণের আস্থা-ই আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।


প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২২ | সময়: ৫:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ