রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বেসরকারী সংস্থা আশার উদ্যোগে দুস্থ ও শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরনের জন্য জেলা প্রশাসক এর নিকট ৩৫০টি শীতবস্ত্র হস্তান্তর করা হয়। মঙ্গলবার সকালে নওগাঁর জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ এর হাতে ৩৫০টি কম্বল হস্তান্তর করা হয়।
কম্বল হস্তান্তর এর সময় উপস্থিত ছিলেন বেসরকারী সংস্থা আশার বগুড়া ডিভিশনের এডিশনাল ডিভিশনাল ম্যানেজার প্রকাশ চন্দ্র বর্মন, নওগাঁ সদরের ডিএম মোখলেছুর রহমান, নওগাঁ সদর অঞ্চলের সিআরএম রেজাউল করিম, সিআরএম (এগ্রী) সাইফুদ্দিন, নওগাঁ সদরের এসই মৌসুদ হোসেন চৌধুরীসহ নওগাঁ-১ ও ২ ব্রাঞ্চের সি:বিএম, এবিএম।