শনিবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং, ৮ই আশ্বিন, ১৪৩০ বং।
গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের কৃষক লীগের সম্মেলনে ককটেল হামলায় আহত হয়েছেন গোমস্তাপুরের অটোরিকশা চালক আঃ রহিম (৪০)। সোমবার দুপুরে শহরের বড় ইদারা মোড় এলাকায় সে আহত হয়। তার বাড়ি উপজেলার চৌডালা ইউনিয়নের সোনারপাড়ায়। সে ওই এলাকার মৃত হাসেম আলীর ছেলে।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ওই অটো চালক জানান, সোমবার দুপুরে সে চৌডালা থেকে চাঁপাইনবাবগঞ্জে যাত্রী পরিবহন করার সময় শহরের বড় ইদারা মোড় এলাকায় একটি ককটেল তার গাড়িতে এসে পড়ে। এতে তার অটোটি ক্ষতিগ্রস্থ হয়। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে ককটেলের স্প্রিন্টার আঘাত করে। এতে আহত হয়। পরে সে প্রান ভয়ে ভীত হয়ে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।