শুক্রবার, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে মতবিনিময় করেছেন ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের নব যোগদানকৃত কর্মকর্তাবৃন্দ। সোমবার রাত সাড়ে ৭টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী মহানগরীকে আধুনিক, উন্নত ও বাসযোগ্য মহানগরীর হিসেবে গড়ে তোলা হচ্ছে। নগরীর উন্নয়নে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয়ে সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। নগরীতে প্রশস্ত রাস্তা, প্রশস্ত ড্রেন, দৃষ্টিনন্দন সড়কবাতিতে আলোকায়ন, সবুজায়ন সহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে।
এ সময় দেশ ও জাতির কল্যানে ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানান সিটি মেয়র।
রাজশাহী সিটি কপে¬র্¬ারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগ রাজশাহীর পরিচালক মোঃ এনামুল হক, রাসিকের সচিব মোঃ মশিউর রহমান, প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম।
মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার নিশাত আনজুম, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী যান্ত্রিক আহমদ আল মঈন পরাগসহ বিসিএস প্রশাসন ক্যাডারের নব যোগদানকৃত কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহীর উন্নয়নে ভিডিও চিত্র উপস্থাপন করা হয়।
পরে বিসিএস প্রশাসন ক্যাডারের নব যোগদানকৃত কর্মকর্তাগণ নৈশভোজে অংশগ্রহণ করেন। এর আগে বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ নগরভবনে আসলে তাদের ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।