সর্বশেষ সংবাদ :

পবার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন এমপি আয়েন

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবায় দুঃস্থ ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পারিলা ইউনিয়ন এর ঘোলহাড়িয়া গ্রামে শীতার্থদের এসব মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
পারিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি থেকে কম্বল বিতরণ করেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) সংসদ সদস্য আয়েন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নওহাটা পৌরসভার মেয়র ও পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। ঘোলগাড়িয়া গ্রামের যুবলীগ কর্মী নয়নের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাঈদ আলী মুর্শেদসহ নওহাটা পৌর যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান প্রমুখ।


প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২ | সময়: ৫:১৮ পূর্বাহ্ণ | সুমন শেখ

আরও খবর