রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরে পূর্ব শত্রুতার জের ধরে তিন শতাধিক ফলজ গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে। এতে ফল চাষির প্রায় পাঁচ লাখ ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে তানোর থানায় একটি অভিযোগ হয়েছে।
অভিযোগ থেকে জানা যায়, তানোর উপজেলার কলমা ইউনিয়নের গংগারামপুর গ্রামের মো. মুনসুর রহমান ১৫ বিঘা নিজ জমিতে বিভিন্ন ফলের চাষ করেন। তিনি উপজেলার বলদীপাড়ায় আরএস খতিয়ান ২১, আরএস দাগ নং ৪১৮ জমিতে আম, পেয়ারা ও কমলা চাষ করেন। এসব গাছে বয়স প্রায় তিন বছর। বৃহস্পতিবার দিবাগত রাতে কোন এক সময়ে পূর্ব শত্রুতার জেরে বাগানের ১৬০টি আমগাছ এবং ১৪৩টি পেয়ারা ও কমলার গাছ কেটে ফেলেছে। যার আনুমানিক মূল্য ৫লাখ টাকা বলে দাবি করেছে ফলচাষি মুনসুর রহমান।
এ ব্যাপারে ভুক্তভোগি মুনসুর রহমান একই গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে মো. মুরাদ হোসেন (৪০), মো. আয়নুল (৩০) ও মেয়ে মোসা. স্বপ্না বেগম (৪২) আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন।
সানশাইন/টিএ