বৃহস্পতিবার, ২৭শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
নিয়ামতপুর প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে নাশকতার জন্য গোপন বৈঠক করার অভিযোগে ছাত্রশিবিরের একজন কর্মীকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার পাড়ইল ইউনিয়নের সেফায়েতপুর গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। পুলিশ জানায়, আটক মোঃ দেলোয়ার হোসেন (২৮) বাড়ি উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরাপাড়া গ্রামের ফাইজুল ইসলামের ছেলে গত ৩ ডিসেম্বর শনিবার রাতে উপজেলার পাড়ইল ইউনিয়নের সেফায়েতপুর গ্রামের একটি মসজিদে গোপন বৈঠক করার সময় তাকে আটক করা হয়। এ ঘটনায় নিয়ামতপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে উপজেলার পাড়ইল ইউনিয়নের সেফায়েতপুর গ্রামে কিছু শিবির কর্মী গোপনে বৈঠক করছেন। সংবাদ পাওয়ার সাথে সাথে ফোর্স পাঠিয়ে অভিযান চালাই। এতে দেলোয়ার হোসেন নামে এক শিবির কর্মীকে আটক করতে সক্ষম হই। আসামীকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সানশাইন / শামি