বুধবার, ৩১শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ।
পবা প্রতিনিধিঃ
রাজশাহীর পবা উপজেলার নওহাটায় সমাজের হতদরিদ্র প্রতিবন্ধী নারী, শিশু ও বৃদ্ধদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) সকালে নওহাটা কলেজ মোড় এলাকায় নওহাটা প্রতিবন্ধী উন্নয়ন ও সেবা সংস্থা এর আয়োজনে ও অন্কুর ফাউন্ডেশন এর সহযোগীতায় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এই সময় উপস্থিত সকলের মাঝে একটি করে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে আয়োজনকারীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে উপস্থিত সকলে।
শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওহাটা প্রতিবন্ধী উন্নয়ন সেবা ও সংস্থা এর সভাপতি রওশন আরা এবং সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম। তারা জানান, সমাজে যারা উচ্চবিত্ত আছেন তারা যদি এইসব প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসে তাহলে সমাজে যেগুলো প্রতিবন্ধী আছে তারা উপকৃত হবে। অন্যদের তুলনায় প্রতিবন্ধী রা সবসময় পিছিয়ে থাকে, কিন্তু ইদানিং বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করছে। তাই আয়োজনকারীরা সরকারের পাশাপাশি সমাজের উচ্চবিত্ত সকল মানুষ এবং জনপ্রতিনিধিদের কাছে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে।
সানশাইন/টিএ