রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খান। উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার সাবেক দুই সাংসদ জিয়াউর রহমান ও গোলাম মোস্তফা বিশ্বাস, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাবৃন্দ। উদ্বোধনী খেলায় গাইবান্ধা জেলা ফুটবল দল ট্রাইব্রেকারে নাটোর জেলা ফুটবল দলকে পরাজিত করে। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন বিজিত দলের গোলরক্ষক আবুল কাশেম।
সনিশাইন/টিএ