সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ডিসেম্বর মাসে বিজয়ের স্বাদ গ্রহণ করে বাঙ্গালী জাতি। বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সকল শহীদ এর প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মু্িক্তযোদ্ধা মীর ইকবাল।
বৃহস্পতিবার সকালে নগরীর রাজশাহী জেলা পরিষদ ভবনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তফিকুল ইসলাম, দীলিপ কুমার সরকার ও শিউলী রানী সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান, সহকারী প্রকৌশলী এজাজুল আলম, সহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি শেষে এক মিনিট নিরাবতা পালন করেন উপস্থিত অতিথিবৃন্দ।