সর্বশেষ সংবাদ :

সুলতানগঞ্জ পোর্ট চালুকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সুলতানগঞ্জ পোর্ট চালুকরণ সংক্রান্ত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়ের দপ্তর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম শরীফ উদ্দিন, সচিব মোঃ মশিউর রহমান। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, অতিরিক্স কমিশনার এস.এম. সোহেল রহমান, অতিরিক্ত কমিশনার মুহাঃ মাহবুবুর রহমান।
রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, পরিচালক ফরিদ উদ্দিন, পরিচালক সাদরুল ইসলাম, পরিচালক রিয়াজ আহমেদ খান, পরিচালক আব্দুল গাফফার, পরিচালক আসাদুজ্জামান রবি, পরিচালক মোস্তাফিজুর রহমান, পরিচালক মতিউল হক।


প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২২ | সময়: ৫:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ