মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি থেকে নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সোমবার বিকেলে উইমেন ফান্ড এশিয়া, এসোসিয়েশন ফর কমিউনিটি ডেভলপমেন্ট (এসিডি), বাদাবন সংঘের তত্বাবধানে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে রাজশাহী আইডি বাগান পাড়ায় অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।
মানববন্ধনে নারী ও কিশোরীর প্রতি সহিংসতা প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা। এ সময় তারা নারীদের ওপর নির্যাতন বন্ধে সিডও সনদ বান্তবায়ন ছাড়াও সামাজিকভাবে নারীর অধিকার রক্ষা ও নিরাপত্তা বিধানের দাবি জানান। পাশাপাশি, নারী নির্যাতন বন্ধে সরকারের জিরো টলারেন্স, নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা, বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাঠামোতে নারীর নিরাপত্তা জোরদারেরও দাবি জানান তারা।
মানববন্ধনে এসিডি কর্মী জুলেখা খাতুন, নারীনেত্রী মুক্তিরানী, আইডি বাগান পাড়ার উইমেন’স ল্যান্ড রাইটস গ্রুপের সদস্য শেফালী রবিদাস প্রমুখ বক্তব্য রাখেন।