সোমবার, ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা মোড় থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। এসময় দুই নারীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো রবিউল ইসলাম (২১), রাকিবুজ্জামান (২২), শিরিফা খাতুন (২৯) ও বিজলী (৩৮)।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাত পৌনে ১১ টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় বিশেষ ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, গোদাগাড়ী থেকে হেরোইন নিয়ে দুইজন মহিলা কাশিয়াডাঙ্গা মোড়ে অবস্থান করছে।
পরিপেক্ষিতে গোয়েন্দা পুলিশের টিম রাত ১১টায় কাশিয়াডাঙ্গা মোড়ে অভিযান পরিচালনা করে দুই মহিলাসহ আরও দুই ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে সোমবার মামলা দায়ের করা হয়েছে।