রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়, রুয়েট চত্বর রাজশাহীতে এবছর এসএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য লাভ করেছে। বিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক জানান শিক্ষকদের নিরলস পরিশ্রম ও দক্ষতার ফলে প্রতি বছর বিদ্যালয়ের শিক্ষার্থীরা লেখাপড়ায় উন্নতি করছে। তিনি আরো বলেন ২০২২ সালে এসএসসি পরীক্ষায় শিক্ষাথীরা অভাবনীয় কৃতিত্ব অর্জন করেছে। এই বছর বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে মোট ৯৭.৫৮ শতাংশ এবং ভোকেশনাল বিভাগে ৯৪.৫৫ শতাংশ উত্তীর্ণ হয়েছে। মোট ২৪৮ জন পরীক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছে ১৩৪ জন এবং এ পেয়েছে ৮৩ জন। ভোকেশনাল বিভাগে ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে এ+ পেয়েছে ২১ জন এবং এ পেয়েছে ৩১ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ সকল পরীক্ষার্থীদের সাফল্য কামনা করেন।