রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: আসন্ন ২৯ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উপ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন মো. আকতারুল ইসলাম। মনোনয়নপত্র জমার প্রথম দিন সোমবার উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার কাছে মেম্বার প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন তিনি।
মনোনয়ন ফরম জমা শেষে মেম্বার পদপ্রার্থী মো আকতারুল ইসলাম বলেন, আমি দীর্ঘদিন থেকে সুখে-দুঃখে আমার ওয়ার্ডের মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। দীর্ঘদিন যাবত জনগণের সেবা করে আসছি। আমি শতভাগ আশাবাদী ১নং ওয়ার্ডের জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে। উল্লেখ্য, তফসিল অনুযায়ী, উপ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর ও ভোটগ্রহণ ২৯ ডিসেম্বর।