মঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নিজের ভুটভুটির নিচে পড়ে চালকের মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে কানসাট-ভোলাহাট আঞ্চলিক সড়কের মোবারকপুর বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের আড়গাড়াহাট-চাকলা গ্রামের মাজেদ আলীর ছেলে মো. মাইনুল ইসলাম মানু (৫০)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহষ্পতিবার দুপুরে ভুটভুটিতে ছাগল নিয়ে আড়গাড়াহাট-চাকলা থেকে বিক্রির জন্য আসার পথে মোবারকপুর ইউনিয়নের মোবারকপুর মাঝটোলা মোড়ে ভুটভুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এর চালক। এতে করে ভুটভুটি উল্টে গেলে গুরুতর আহত হয় চালক মানু। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের হোসেন ঘটনার সত্যতা স্বীকার কওে বলেন, ডরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।