ধামইরহাটে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ধামইরহাট প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে জমকালো আয়োজনে ব্র্যাক ব্র্যাক শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর বেলা ১১ টায় উপজেলার হাটনগর ব্র্যাক শিশু নিকেতনে ব্র্যাকের জেলা সমন্বয়ক স্বপন কুমার মিস্ত্রি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম।

 

 

 

এ সময় তিনি ব্র্যাকের পরিপাটি শিক্ষা ব্যবস্থা ও সার্বিক পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, কাউন্সিলর আব্দুল হাকিম, সরকারি এম এম কলেজের প্রদর্শক আবু সাঈদ, ব্র্যাক শিক্ষা কর্মসূচির এলাকা ব্যবস্থাপক বেলাল হোসেন, আইসিটি অফিসার মনোয়ার হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রেবেকা সুলতানা, সিনিয়র সাংবাদিক মুহম্মদ আব্দুল্লাহ হামিদী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. আবু মুছা স্বপন, ছাত্রনেতা আবু হোসেন, বিদ্যালয়ের শিক্ষক আতিয়া খানম, মল্লিকা পারভীন প্রমুখসহ বিভিন্ন অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দুপুর ২ টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

 

 

সানাশাইন/টিএ

 


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ | সময়: ৮:৫৫ অপরাহ্ণ | Daily Sunshine