শিবগঞ্জে ৭ ককটেলসহ বিএনপির ১৫ নেতাকর্মী আটক, মামলা

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: শিবগঞ্জে নাশকতা পরিকল্পনার গোপন বৈঠকের সময় ৭টি ককটেলসহ বিএনপির ১৫ নেতাকর্মী আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাণীহাটি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় নেতাকর্মীদের হামলায় এসআই সাইফুল ইসলামসহ তিন কনস্টেবল আহত হন। আটকদের মধ্যে রয়েছেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান সেন্টু (৫২), জাহান তাজিরুল ইসলাম (৫২), সাইরন হক (৫০), আনারল হক (৫৫), ফজলে বারী ফকুল (৬০), মমিন আলি (৪৫), শরীফ উদ্দিন (৪০), শরিফ উদ্দিন (৪৭), আবদুস সালাম (৬৫), হাবিবুর রহমান (৪৩), মোহাব্বত আলি (৪২), তারিফুল ইসলাম মাস্টার (৪৩), মইনুল ইসলাম (৫৫), দাহারুল ইসলাম (৪৩) ও মজরুল ইসলাম (৬৫)। পুলিশ জানায়, রাণীহাটি এলাকায় নাশকতা পরিকল্পনার গোপন বৈঠক চলছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৭টি ককটেল। আহত হন এক এসআই সহ তিন কনস্টেবল। শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ২০ জনকে নামীয় ও ৮০/৮৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি মামলা করা হয়। মামলা দায়েরের পর বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ | সময়: ৫:৫০ পূর্বাহ্ণ | সুমন শেখ