সর্বশেষ সংবাদ :

শিবগঞ্জে সড়ক ও প্রাথমিকের ভবন নির্মাণ কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ: শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ডাকনিপাড়া তিন মাথা হতে মাসুদপুর ভায়া তৈমুর ডিলারের বাড়ির রাস্তা ও চৌকা হতে শিংনগর বিওপি ভায়া পুঠির ঘাট রানীনগর পারচৌকা রাস্তা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারের দুটি সড়ক উন্নয়ন এবং রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ শুরু হয়েছে।
বুধবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৬৭ লাখ ৬৪ হাজার টাকা ব্যয়ে দুটি সড়ক উন্নয়ন ও একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে রানীনগর চৌকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ও প্রধান শিক্ষক আফাজ উদ্দিনসহ অন্যরা।


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ | সময়: ৫:৪৮ পূর্বাহ্ণ | সুমন শেখ