রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবলে গণিত বিভাগ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার : রাজশাহী কলেজ আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা বুধবার কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। খেলা চালাকালীন মাঠে সার্বক্ষণিক উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক। এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আবদুল্লাহ আল মাহমুদ, ক্রীড়া কমিটির আহ্বায়ক আনিসুজ্জামান মানিক, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমণ্ডলী, খেলোয়াড়বৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থী। গণিত বিভাগ ও ফিনানসিয়াল এন্ড ব্যাংকিং বিভাগ ফাইনাল খেলায় অংশগ্রহণ করে।
খেলায় গণিত বিভাগ বিভাগকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- পড়ালেখার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার বিকল্প নেই। তাই তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত অনুশীলন ও খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান। ঐতিহ্যবাহী রাজশাহী কলেজে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২২ সফলভাবে আয়োজনের জন্য এর সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। শেষে অধ্যক্ষ মহোদয় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল বিতরণ করেন।


প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২২ | সময়: ৫:৪৭ পূর্বাহ্ণ | সুমন শেখ