৪ দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গেলেন সেনাপ্রধান

বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ ৪ দিনের রাষ্ট্রীয় সফরে কাতার গিয়েছেন । বুধবার (২৩ নভেম্বর) তিনি দোহার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সফরকালে তিনি কাতার সেনাবাহিনীর আমিরি গার্ড কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হাজ্জা বিন খলিল আল শাওয়ানির সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।

 

সাক্ষাতকালে দুই দেশের সেনাপ্রধান দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। পরে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন । এছাড়া দেশটির সশস্ত্র বাহিনীর আমন্ত্রিত দর্শক হিসেবে কাতারে চলমান বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করবেন। সফর শেষে আগামী ২৭ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

 

সানশাইন/তারেক


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২ | সময়: ৬:৫৯ অপরাহ্ণ | Daily Sunshine