জেলা পরিষদে সহযোগিতা থাকবে, বললেন বাদশা

স্টাফ রিপোর্টার : দায়িত্ব গ্রহণ করছেন রাজশাহী জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। মঙ্গলবার (২২ নভেম্বর) বেলা ১২টায় পরিষদের প্রথম মাসিক সভার মধ্য দিয়ে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যগণ এই দায়িত্ব বুঝে নেন। জেলা পরিষদ ভবনের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে নুতন চেয়ারম্যানকে শুভেচ্ছা জানাতে জেলা পরিষদ ভবনে যান রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, মীর ইকবাল আমাদের দীর্ঘদিনের সংগ্রামের সাথী। মুক্তিযুদ্ধের পক্ষের সকল লড়াইয়ে তাঁকে আমরা পাশে পেয়েছি। আজকে তিনি চেয়ারে বসলেন, এটি দেখে আমি অত্যন্ত আনন্দিত! কাজের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্য হিসেবে তার জন্য আমার সর্বাত্মক সহযোগিতা থাকবে।
পরে নতুন পরিষদের সদস্যরা অতিথিদের নিয়ে জেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যালে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
দায়িত্ব গ্রহণ শেষে নৌপরিবহন মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি সেখোনে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নতুন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এসময় তাকে বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনজীবী, স্কাউটসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনীল কুমার সরকার, মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, জেলার সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামানিক দেবু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকিরুল ইসলাম সান্টু, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, রেজাউল ইসলাম বাবুল, ডাঃ তবিবুর রহমান শেখ, বদরুজ্জামান খায়ের, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাবলু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আসাদুজ্জামান আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আসাদুজ্জামান, আলফোর হোসেন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, জেলা যুবলীগ সভাপতি আবু সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, নগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাচ্চু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মর্জিনা পারভীন, নগর মহিলা লীগ সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতুসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২২ | সময়: ৬:০৯ পূর্বাহ্ণ | সুমন শেখ