সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার,নাটোর: নাটোর সদরের দিঘাপাতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজার এলাকায় ৫টি শক্তিশালী বোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৯টার দিকে এই বিস্ফোরনের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনার পরপরই নাটোর থানা পুলিশ ঘটনাস্থল থেকে আরো ৮টি বোমা (লাল স্কসটেপে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু) উদ্ধার করেছে। এসময় পুলিশ আব্দুল ওয়াহাব আলী নামে স্থানীয় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদককে আটক করেছে। আব্দুল ওয়াহাব আলী একই এলাকার মোতালেব হোসেনের ছেলে। এদিকে এ ঘটনায় মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগ কর্মী রবিউল করিম বাদী হয়ে ৩০ বিএনপি নেতাকর্মীর নাম উল্লেখসহ ১৫০জনের নামে মামলা দায়ের করেছেন।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ নাছিম আহম্মেদ বলেন, সোমবার রাত ৮টা ৫৫ মিনিটের দিকে ৯৯৯ থেকে ফোন করে জানানো হয় ডাঙ্গাপাড়া এলাকায় বোমা বিস্ফোরিত হয়েছে। এই খবর পাওয়ার পর পুলিশ দ্রুত সদর উপজেলার ডাঙ্গাপাড়া বাজার এলাকায় গিয়ে জনৈক রাজ্জাকের নির্মানাধীন চায়ের দোকান থেকে ৮টি শক্তিশালী বোমা (লাল স্কসটেপে মোড়ানো বোমা সদৃশ্য বস্তু) উদ্ধার করে। এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুল ওয়াহাব নামে স্থানীয় এক বিএনপি কর্মীকে আটক করা হয়েছে। এর আগে ৫টি বোমা বিস্ফোরিত হয়েছে বলে স্থানীয়রা পুলিশকে জানিয়েছে। তবে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেছেন, স্থানীয় বিরোধের জের ধরে দিঘাপাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহাব আলী কে ফাঁসানোর অপচেস্টা করা হচ্ছে। তিনি বিএনপি নেতা আব্দুল ওয়াহাব আলীর মুক্তির দাবী জানিয়েছেন। এর আগে গত শনিবার ঠিক একই সময়ে জেলার লালপুর উপজেলা সদর গোপালপুর বাজারে বিএনপি অফিসের সামনে থেকে চারটি ককটেল ও দুটি পেট্রল বোমা উদ্ধার করার কথা জানায় পুলিশ। এ ঘটনায় পরের দিন স্থানীয় বিএনপির আট নেতার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ২০জনের নামে বিস্ফোরক আইনে আরেকটি মামলা দায়ের করে।