বাগাতিপাড়ায় উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

বাগাতিপাড়া প্রতিবেদক
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায়, সর্বত্র আমরা” এই মূল মন্ত্রকে সামনে রেখে নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল ও মডেল থানার ওসি সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব’র আহ্বায়ক আরিফুল ইসলাম তপু সহ আনসার ও ভিডিপির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ।


প্রকাশিত: নভেম্বর ২১, ২০২২ | সময়: ৮:০৮ অপরাহ্ণ | Daily Sunshine