রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিতে চলতি সপ্তাহে ঢাকায় আসছেন ১৬টি দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রী। এতে অংশ নেবেন আইওআরএ’র ২৩ সদস্য দেশ ও পর্যবেক্ষক ১০ দেশ থেকে ১৩৪ জন প্রতিনিধি।
সোমবার (২১ নভেম্বর) ঢাকায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। তিনি বলেন, এবারের আইওআরএ সম্মেলনে গুরুত্ব পাবে সমুদ্র নিরাপত্তা, সমুদ্র বাণিজ্য, দুর্যোগ প্রতিরোধ, মৎস্য ব্যবস্থাপনা, ট্যুরিজম ও ব্লু ইকোনোমি। ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, ভারত, মাদাগাস্কার, সাউথ আফ্রিকা, সোমালিয়া, ইয়েমেন, মালদ্বীপ, জাপান, মরিশাস ও তাঞ্জানিয়াসহ ১৬ দেশের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সম্মেলনে যোগ দেবেন।
ড. মোমেন বলেন, এই সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী না আসতে পারলেও টেলিফোনে আলাপ করবেন বলে জানিয়েছেন। পারস্পরিক সুবিধামতো সময়ে এই ফোনালাপ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২২ থেকে ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে আইওআরএ মন্ত্রী পর্যায়ের সম্মেলন। এরমধ্যে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠক ২২ থেকে ২৩ নভেম্বর এবং মন্ত্রী পর্যায়ের মূল সম্মেলন ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সানশাইন/ তারেক