সর্বশেষ সংবাদ :

রাবিতে মাদারীপুর জেলার বিশিষ্ট ব্যক্তিদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদারীপুর জেলার শিক্ষার্থীদের উদ্যোগে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা এবং মাদারীপুরে অবস্থানরত বিশিষ্ট ব্যাক্তিবর্গদের সংবর্ধনার আয়োজন করা হয়। শনিবার সন্ধায় রাবির রসায়ন গ্যালারিতে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজশাহী জেলার মাদারীপুর সমিতির সভাপতি অধ্যাপক আব্দুল মতিন তালুকদারের সভাপতিত্বে সঞ্চালনা করেন, সমিতির সাধারণ সম্পাদক শেখ নুর উদ্দীন আবীর।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক এম. হাবিবুর রহমান, রসায়ন বিভাগের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদার, বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিমাঞ্চল) অসীম কুমার তালুকদার, রাজশাহী অঞ্চলের কর কমিশনার মো: নূরুজ্জামান খান, বাংলাদেশ ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না, পপুলার ডায়াগনস্টিক সেস্টারের শাখা ব্যবস্থাপক ফরিদ মো. শামিম, ডিএমপির সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. আলমগীর হোসেন। আরও উপস্থিত ছিলেন- সাইফুল ইসলাম সোহাগ, কামরুল হাসান, মাজহারুল ইসলাম প্রমুখ।

 


প্রকাশিত: নভেম্বর ২০, ২০২২ | সময়: ১:২৭ অপরাহ্ণ | Daily Sunshine