শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ।
আদমদীঘি প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে পারিবারিক কলহে গলায় ফাঁস দিয়ে জাকিয়া সুলতানা (২৬) নামে এক নারী আত্মহত্যা করেছে। শনিবার সকালে এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। জাকিয়া সুলতানা উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের কুশাবাড়ি গ্রামের মোঃ ইছাহাকের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে কোন বিষয়ে স্বামীর সঙ্গে মনমালিন্য চলছিল গৃহবধূ জাকিয়া সুলতানার। একপর্যায় স্বামীর উপর অভিমান করে শুক্রবার সন্ধ্যায় সবার অজান্তে একটি ঘরে তীরের সঙ্গে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।