বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের বর্ধিত সভা শনিবার সন্ধ্যা ৬টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও সাধারণ সম্পাদক ডাবলু সরকার। উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের মহিলা বিষয়ক সম্পাদিকা ইয়াসমিন রেজা ফেন্সি।
সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি সালমা রেজা। সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সকল নেতৃবৃন্দ ও এর অন্তর্গত সকল থানা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।