শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: বিএনপির আসন্ন রাজশাহী বিভাগীয় সমাবেশ সফল করতে চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে আয়োজিত স্থানীয় বিএনপির প্রস্তুতি সভায় পুলিশী বাধার অভিযোগ করেছেন বিএনপি নেতারা। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা বিএনপির আহবায়ক বাইরুল ইসলামের ব্যক্তিগত অফিসে ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে এ ঘরোয়া সভার আয়োজন করা হয়।
সভার প্রায় শেষ মুহূর্তে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ সেখানে উপস্থিত হয়ে সভা বন্ধের নির্দেশ দেয়। এ নিয়ে উপস্থিত বিএনপি নেতাদের সাথে পুলিশের বচসা হয়। পরে পুলিশের বাধার মুখে বিএনপি নেতারা তড়িঘড়ি সভা শেষ করেন। এ প্রসঙ্গে বিএনপি নেতা বাইরুল ইসলাম জানান, উন্মুক্ত সভা করলে প্রশাসনের অনুমতি নিতে হয় কিন্তু ঘরোয়া সভার জন্য অনুমতির বিষয়টি আমাদের জানা ছিল না। তিনি অভিযোগ করেন একটি মহলের প্ররোচনায় ওসি অতি উৎসাহী হয়ে এটি করেছেন। এ বিষয়ে গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান জানান, কোন প্রকার অনুমতি না নিয়ে এবং পুলিশকে অবহিত না করে তারা সভার আয়োজন করেছিল। বিষয়টি জানার পর তা বন্ধে পদক্ষেপ নেয়া হয়।