বুধবার, ৯ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট সদর উপজেলার নিশির মোড় এলাকায় এক গৃহবধুকে (২১) ধর্ষণ চেষ্টার অভিযোগে ফেরদৌস হোসেন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগি ওই গৃহবধু। গ্রেপ্তারকৃত ফেরদৌস হোসেন জয়পুরহাট সদর উপজেলার বেল আমলা গ্রামের মৃত জাবদুলের ছেলে।
মামলার বিবরণে জানা গেছে, অভিয্ক্তু ফেরদৌস ওই গৃহবধুর সম্পর্কে খালু হন। সে দীর্ঘদিন থেকে গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এদিন দুপুরে ফেরদৌস ওই গৃহবধুর বাড়িতে বেড়াতে আসেন। এরপর গৃহবধুর ছোট শিশুকে কোলে নিয়ে মিষ্টি খেতে দেয়। সেসময় বাড়িতে কেউ অন্য কেউ ছিলেন না। তখন গৃহবধু কোল থেকে বাচ্চাকে নিতে গেলে আসামী হঠাৎ করে তাকে খাটের উপরে ফেলে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এসময় ওই নারীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত পালিয়ে যায়।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঘটনার পর ওই গৃহবধু থানায় এসে মামলা দায়ের করেন। মামলার পর রাতেই অভিয্ক্তুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।